Searching...
Monday, September 08, 2014

চলুন একটি ভাইরাস বানাই যা দিয়ে কম্পিউটারে ডিভিডি ড্রাইভটি আপনাআপনি খুলছে আবারবন্ধ হচ্ছে।

চাইলে আপনি নিজেই এ রকম
একটি ভুয়া ভাইরাস
বানাতে পারবেন। যা চালু
করলে আপনার কিংবা আপনার
বন্ধুর কম্পিউটারের সিডি/
ডিভিডি ড্রাইভ বারবার
খুলবে এবং বন্ধ হবে। আর এই
ট্রিকটি কাজে লাগিয়ে খুব
সহজেই আপনার
বন্ধুকে চমকে দিতে পারবেন।
কাজটি খুব সহজেই করতে পারবেন।
এ কাজটি করার জন্য নিচের
তিনটি ধাপ অনুসরণ করেন। ধাপ-১:
প্রথমে আপনার
কম্পিউটারে নোটপ্যাড
খুলে ফেলুন। এরপর নিচের
লেখাগুলো কপিকরে পেস্ট করুন।
Set oWMP = CreateObject
("WMPlayer.OCX.7″) Set colCDROMs =
oWMP.cdromCollection do if
colCDROMs.Count >= 1 then For i = 0
to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject Next For i = 0
to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject Next End If
wscript.sleep 5000 loop ধাপ-২: এবার
নোটপ্যাড ফাইলটি Virus.vbs
নামে ডেস্কটপে সেভ করুন। ধাপ-৩:
এবার ডেস্কটপে এস Virus.vbs
ফাইলটির ওপর ডাবল ক্লিক করুন।
দেখবেন এক মিনিট পর পর
কম্পিউটারে ডিভিডি ড্রাইভটি আপনাআপনি খুলছে আবার
বন্ধ হচ্ছে। ভুয়া ভাইরাস
নিয়ে মজা করা শেষ
হলে ডেস্কটপ থেকে Virus.vbs
নামের ফাইলটি ডিলিট
করে কম্পিউটার রিস্টার্ট দিন।
ডিভিডি ড্রাইভ আগের মতই ঠিক
হয়ে যাবে।

1 comments:

 
Back to top!