ঢাকায় আয়োজিত শিশু-
কিশোর বিজ্ঞান
কংগ্রেসে ওড়ানো হয়েছে মনুষ্যবিহীন
বিমান ড্রোন৷ আকারে ছোট
এই উড়োযান দেখে বিস্ময়ের
সীমা ছিল না শিশু-
কিশোরদের৷ আয়োজকরাও
প্রকাশ করেছেন সন্তুষ্টি৷
ফাইল ফটো
ঢাকার আগারগাঁওয়ে শুক্রবার শুরু হয়
দু'দিনব্যাপী 'ফার্স্ট
সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-
কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪'৷
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই
আসরে গত বছরের চেয়ে চারগুণ
বেশি সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন
'জিরো টু ইনফিনিটি' ম্যাগাজিনের
সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ৷
ডয়চে ভেলেকে তিনি বলেন, ''শিশু-
কিশোররা বিভিন্ন ধরনের প্রকল্প
নিয়ে কংগ্রেসে অংশ নিচ্ছে৷
বিজ্ঞান বিষয়ক বিভিন্ন নিবন্ধের
পাশাপাশি তারা বিভিন্ন
পোস্টার এবং বিজ্ঞান প্রকল্পও
উপস্থাপন করছে৷''
Thursday, September 04, 2014
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment