Searching...
Tuesday, September 02, 2014
21:48

এবার বিদ্যুৎ উৎপাদনকরা যাবে ঘাম থেকে

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের
রসায়নবিদ ও গবেষকরা এক
ধরনের 'ট্যাটুর স্টিক'
তৈরি করেছেন
যা দিয়ে শারীরিক পরিশ্রম
বা ট্রেনিং-এর
মাত্রা পরিমাপ করা যায়৷ শুধু
তাই নয়, তার
পাশাপাশি তৈরি করা যায়
বিদ্যুৎ৷ তাও আবার ঘাম
থেকে৷
ধরুণ আপনি 'জগার'
হিসাবে দৌড়াচ্ছেন৷ সেই
সাথে শুনছেন
এমপিথ্রি প্লেয়ারে সংগীত৷ আর এ
জন্য যে বিদ্যুৎশক্তির প্রয়োজন,
তা প্রস্তুত করছেন আপনি নিজেই৷
শুনে অবাক লাগছে? কথাটা কিন্তু
সঠিক৷ শুধু ঘামের মাধ্যমেই তৈরি হয়
বিদ্যুৎ৷ ইউনিভার্সিটি অফ
ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর
একদল গবেষক এই মজার
আইডিয়াটা বাস্তবায়িত করেন৷
তাঁরা এর নাম দিয়েছেন 'ট্যাটু
বায়োব্যাটারি' ৷ ''ঘামের
মতো শরীর থেকে নির্গত তরল পদার্থ
দ্বারা যে শক্তি উত্পাদন করা যায়
তার একটা দৃষ্টান্ত এটা৷''

0 comments:

Post a Comment

 
Back to top!