Searching...
Tuesday, September 02, 2014
22:00

ডিজিটাল যুগের ব্যাবসা; ইলেকট্রনিক বর্জ্যরিসাইক্লিং

সাপও মরে, লাঠিও না ভাঙে –
সেটাই সবাই চায়৷ বর্জ্য পদার্থ
রিসাইক্লিং এমনই প্রক্রিয়া৷
তবে সাধারণ নয় – ইলেকট্রনিক
বর্জ্য থেকে সোনা-রুপো-
তামার মতো দামি উপাদান
সংগ্রহ করা সম্ভব৷ এক জার্মান
কোম্পানি এ ক্ষেত্রে সাফল্য
দেখিয়েছে৷
ফাইল ফটো
হামবুর্গ শহরের আউরুবিস কোম্পানির
সাইটে প্রতিদিন প্রায় ১৫০ টন
ইলেকট্রনিক বর্জ্য ফেলা হয়৷
সুপারভাইজার
সেগুলি পরীক্ষা করে দেখেন৷
কম্পিউটারের এই সব যন্ত্রাংশের
মধ্যে লুকিয়ে রয়েছে দামি সব
উপাদান৷ কোম্পানির
প্রতিনিধি টোরাল্ফ শ্লুৎসকুস বলেন,
''এমন সব পদার্থের জটিল মিশ্রণ
বেড়েই চলেছে, কারণ আমাদের
সমাজে মোবাইল টেলিফোন ও
ইলেকট্রনিক ডিভাইসের সংখ্যাও
বাড়ছে৷ তাছাড়া এই সব ডিভাইসের
আয়ুও অনেক কমে গেছে৷''
আরও ইলেকট্রনিক বর্জ্য
পেলে ভালো হতো, কিন্তু সে সব
সাধারণ আবর্জনার মধ্যেই ফেলা হয়
বা বে-আইনিভাবে রপ্তানি করা হয়৷
এমন ব্যবসা নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন৷
এমন আবর্জনার চাহিদা কম নয়৷ এক
টনের জন্য কোম্পানিকে কয়েক
হাজার ইউরো দিতে হয়৷

0 comments:

Post a Comment

 
Back to top!