নির্মিত প্রথম অফমার্কেট
এনড্রয়েড অ্যাপ জিলস ড্রাগ
ডেটাবেজ । অফমার্কেট
বা প্লেস্টোরে আপলোড
না করা এই অ্যাপটি মূলত
বাংলাদেশী চিকিৎসক/
ক্লিনিসিয়ানরা সবচেয়ে বেশী ব্যবহার
করেন।বাংলাদেশের বিভিন্ন
মেডিকেলের প্রায় ৪০০ চিকিৎসক
এই অ্যাপের নিবন্ধিত গ্রাহক।
বিস্তারিতঃ
জিলস ড্রাগ ডেটাবেজ ইন্টারনেট
কানেকশন ছাড়াই
বাংলাদেশী ওষুধের তথ্য
সার্চের একটি কম্প্রিহেনসিভ
ডেটাবেজ। এটি বাংলাদেশের
ওষুধের উপর নির্মিত সবচেয়ে বড়
ডেটাবেজও বটে।
অ্যাপটিতে বাংলাদেশী প্রায়
৯৫%
এবং বাংলাদেশে আমদানীকৃত
ওষুধের ৯৮% ডেটাবেজ সংরক্ষিত
আছে। প্রায় ৩৫ হাজার+
ব্যান্ডনেম সম্পর্কীত তথ্য
ডেটাবেজ থেকে পাওয়া যাবে।
যা যা প্রয়োজনঃ
অ্যাপটি চালাতে এনড্রয়েড
মোবাইল প্রয়োজন এবং সর্বোচ্চ
জেলিবিন পর্যন্ত এটি সাপোর্ট
করে। অ্যাপটি চালাতে কোন
ইন্টারনেট সংযোগ প্রয়োজন
হবেনা পুরো ডেটাবেজ
মোবাইলের ইন্টারনাল
মেমরীতে ইন্সটল হবে। এজন্য
অ্যাপটি ইন্সটল করতে প্রায় ২০
মেগাবাইট ইন্টারনাল
মেমরী প্রয়োজন।
ডাউনলোড লিংকঃ
অ্যাপটি ফ্রি ডাউনলোড
করা যাবে এর অফিসিয়াল লিংক :www.drtanzil.com/zils-drug-database/
থেকে। সাইজ ১.৩১ মেগাবাইট

0 comments:
Post a Comment