ধানের তুষ থেকে সহজে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি
ধানের তুষ হল একটি বর্জ্য। যা সাধারণত কোন বিশেষ কাজে ব্যাবহার করা যায়না। তবে এর মাধ্যমে আপনি এখন সহজেই প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। বিজ্ঞানের এই যুগে এটি একটি সহজ বিষয়। আসুন এর পদ্ধতি গুলি জানি। প্রথমেই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধানের তুষকে অর্ধেক পুড়িয়ে গ্যাস উৎপাদন করতে হয়। এর পর এই গ্যাস ওয়াটার ট্যাংকের মধ্যে প্রবাহিত করা হয়। পর্যায়ক্রমে ঐ গ্যাস কে শুকনো কাঠের গুঢ়া ভর্তি ফিল্টারে প্রবেশ করিয়ে নিলে যে গ্যাস পাওয়া যাবে তা বিসুদ্ধ গ্যাস হবে । এই গ্যাস কে টারবাইন এ ভর্তি করে বিদ্যুৎ উৎপাদনের করা হয়। পরবর্তিতে এই বিদ্যুৎ গৃহস্থালি কাজে ব্যাবহার করা যায়।

0 comments:
Post a Comment