Searching...
Wednesday, August 20, 2014
00:15

আসুন আমরা সহজে একটু স্থির বিদ্যুৎ উৎপাদন করি

নিশ্চয়ই আমারা জানি বিদ্যুৎ দুই প্রকার। একটি হল চলবিদ্যুৎ আর একটি হল স্থিরবিদ্যুৎ। সায়েন্স ল্যাব এর প্রথম এক্সপেরিমেন্ট শুরু হল স্থির বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে। এ কাজের জন্য আপনার দুটি বস্তু লাগবে। এক হল মাথা আঁচড়াবার চিরুনি । দুই হল কিছু ছেড়া কাগজের টুকরো। প্রথমে কাগজের টুকরো গুলিকে একটি বই বা প্লাস্টিক জাতীয় কিছুর উপর রাখেন। এর পর চিরুনি দিয়ে মাথায় শুকনো ছুলে কয়েকবার আঁচড় দিন। এবার চিরুনিটি কাগজের টুকরোর উপরে ধরুন!!!!!! ওয়াও , কাগজের টুকরো গুলি চিরুনিকে আকর্ষণ করছে!!!!! যে শক্তি বলে কাগজের টুকরো গুলি আকর্ষণ করছে , সেই শক্তিকেই স্থির বিদ্যুৎ বলে। এখন আপনার পালা, চিরুনি আর কাগজ ছাড়া আর কি ভাবে আপনি স্থির বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন ???? কমেন্ট করুন, আর শেয়ার করুন আপনার ল্যাব এক্সপেরিমেন্ট... পোষ্ট করতে চাইলে আমকে মেইল করুন......

0 comments:

Post a Comment

 
Back to top!