ভারতে কলকাতা শহরের
কাছে সংগ্রামপুর নামে একটি গ্রাম
ইলেকট্রনিক বর্জ্য ভাঙার প্রধান
একটি কেন্দ্র। প্রতিবছর আশপাশের
এলাকা থেকে কয়েক হাজার টন
ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহ
করে নিয়ে যাওয়া হয় ওই গ্রামে।
বর্জ্য সংগ্রাহকরা তাদের
ঘাড়ে থলিতে ভরে এসব বর্জ্য বহন
করে নিয়ে যায়।(ছবি : স্বস্তিক পাল)
পরিত্যক্ত এসব ইলেকট্রনিক সরঞ্জাম
খুলে এর যন্ত্রাংশগুলো বের
করে নেওয়া হয় এবং কলকাতায়
রাস্তার পাশে ছোটছোট
দোকানে এগুলো বিক্রি হয়।
শহরে ব্যবহৃত জিনিসপত্রের খুবই
জনপ্রিয় বাজার হল চাঁদনী চক
বাজার- সেখানে ওয়াই ফাই রুটারের
তার থেকে শুরু
করে পুরনো ফেলে দেওয়া ভিডিও
ক্যামেরাও কিনতে পাওয়া যায়।
ফেলে দেওয়া কম্প্যুটার মনিটরের
পিকচার টিউব ব্যবহার
করে স্থানীয়ভাবে কম
দামী টেলিভিশন সেট তৈরি করার
রেওয়াজ
রয়েছে যেগুলো বিক্রি করা হয়
চাঁদনী চক বাজারে।
এখানে ডিভিডি ড্রাইভ খোলার জন্য
স্তুপ করে রাখা হয়েছে।
ভারতে প্রতিবছর ই-বর্জ্য
তৈরি হচ্ছে দুই লাখ সত্তর হাজার টন।
মানুষ পুরনো মডেলের টেলিভিশন,
কম্প্যুটার এবং স্মার্টফোন
ফেলে দিয়ে যখন নতুন মডেলের
জিনিস কেনেন তখন এসব ই-বর্জ্য
তৈরি হয়।
Tuesday, September 02, 2014
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment