Searching...
Monday, September 01, 2014
22:03

কুকুরে কামড়ালে নাকি পেটে কুকুরেরবাচ্চা হয়!

অবাক হওয়ার মতো কথা হলেও,
এই বিশ্বাস
কিংবা কুসংস্কারটি কিন্তু
এখনও ভারতের বহু প্রত্যন্ত
প্রদেশের মানুষদের
মধ্যে পাওয়া যায়৷ এবং এর
জন্য ওঝারাই দায়ি, বলছেন
ওয়াকিবহাল মহল৷
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর
জেলায় গত মাসে ১৮ বছর
বয়সি শঙ্করী মাহাতোকে কুকুরে কামড়েছিল৷
কিন্তু ডাক্তারের
কাছে না গিয়ে শঙ্করী যায় পাশের
গ্রামের এক ওঝার কাছে৷
সে গ্রামের ৭০ বছর
বয়সি ওঝা বুদ্ধেশ্বর
সিং মেয়েটিকে জড়িবুটি মেশানো দই-
চিঁড়ে খেতে দেন এবং বলেন যে, ঐ
খেলেই তাঁর আর কুকুরের কামড়
থেকে কোনো অসুখবিসুখ করবে না৷
শঙ্করী মাহাতোর বক্তব্য:
''আমরা জানি,
কুকুরে কামড়ালে মানুষের
পেটে কুকুরের বাচ্চা হয়৷ তা থেকেই
জলাতঙ্ক ঘটে আর মানুষ মরে যায়৷
ওঝা যে ওষুধ দিয়েছে, তার জন্যেই
আমি বেঁচে গেছি৷'' শঙ্করীর
মা মালতী মাহাতো জানান যে,
তাঁকেও বছর আটেক
আগে কুকুরে কামড়েছিল
এবং তিনি বুদ্ধেশ্বর সিং-এর ওষুধ
খেয়ে সেরে ওঠেন৷

0 comments:

Post a Comment

 
Back to top!