Searching...
Sunday, August 24, 2014
11:12

কিভাবে করবেন কনফারেন্স কল

অনেকেই আমরা জানি কনফারেন্স কল নামে মোবাইল এর একটি অপশন আছে। যেখানে ৩ থেকে ১০ জন একসাথে কথা বলতে পারা যায়। এটা ঠিক ওয়ারলেস এর মত কাজ করে থাকে। অনেক সময় আমাদের এই রকম কল করার দরকার হয়ে পড়ে। কনফারেন্স কল করার নিয়ম হল, প্রথমে আপনি কাউকে কাল করবেন। এর পর ঐ কল টা On Hold রেখে আবার কাউকে কল দিবেন। এবার মোবাইল অপশন থেকে কনফারেন্স  চালু করুন। ব্যাস হয়ে গেল। মনে রাখবেন দুই কলের টাকা কিন্তু আপনার মোবাইল থেকেই কাটা হবে। তবে সব মোবাইল সেট কনফারেন্স কল সাপোর্ট করেনা। বর্তমানের স্মার্ট ফোন গুলির প্রায় সব গুলিই সাপোর্ট করে থাকে

1 comments:

 
Back to top!