চলুন আমরা একটি রকেট বানাই
কি আশ্চর্য হলেন। আপনি কিভাবে রকেট বানাবেন। হা আপনিও পারবেন রকেট বানাতে যদি নিউটন গুরুর তৃতীয় সূত্রটি বুঝতে পারেন। আধুনিক জেট বিমান , রকেট ইত্যাদি চলানো হয় নিউটন গুরুর তৃতীয় সূত্রটি অনুসারে। রকেটে জ্বালানি পুড়িয়ে প্রচুর গ্যাস উৎপাদন করা হয়। জ্বালানি নির্গত হওয়ার পূর্বে জ্বালানি আর রকেট উভয়ের বেগ শূন্য থাকে। সুতরাং তাদের ভর বেগের সমষ্টি শূন্য। যখন প্রবল বেগে প্রচুর গ্যাস উৎপন্ন হয় তখন রকেট ও জালানির সমান ও বিপরীত মুখী একটি ভরবেগের সৃষ্টি হবে। ফলে রকেটটি জ্বালানির বিপরীত দিকে যাবে। অনুশীলন করতে হবে খুব সাবধানে। একটি টিনের কৌটায় জ্বালানি ভরে আপনি সহজেই এই প্রাক্টিস টি করতে পারবেন। চিন্তা করে বলবেন আমাকে , আর মেইল করুন আপনার এক্সপেরিমেন্ট লিখে। পোষ্ট করে দিবো আমার ব্লগ এ...

0 comments:
Post a Comment